নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ জেলার মাধবপুরে স্কুলছাত্রী সুমাইয়া হত্যা মামলার ১নং এজাহারনামীয় পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাব তাদের জন্মলগ্ন থেকেই মাদক উদ্ধার, ধর্ষণ, হত্যা মামলা, মানবপাচার, সন্ত্রাস, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, বনদস্যু/জলদস্যু, ডাকাতি ও ছিনতাইসহ নানা নৃশংস ও ঘৃণ্য অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। একইসঙ্গে, দেশের মানুষের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার লক্ষ্যে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের (সিপিসি-৩) একটি আভিযানিক দল ২১ জুন ২০২৫ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে হবিগঞ্জ সদর থানার লস্করপুর ইউনিয়নের লস্করপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে স্কুলছাত্রী সুমাইয়া (১০) হত্যা মামলার প্রধান আসামি আশিক মিয়াকে (৪১) গ্রেফতার করা হয়। আশিক মিয়ার পিতা মো. আবু মিয়া এবং তার ঠিকানা মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রাম। তার বিরুদ্ধে মাধবপুর থানায় ১৮ জুন ২০২৫ তারিখে ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা (মামলা নং-১৬) রুজু হয়েছিল।
গ্রেফতারের পর আশিক মিয়াকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে তাদের গোয়েন্দা তৎপরতা ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: থান কাপড়ে মোড়ানো ৫৭ কেজি গাঁজাসহ হবিগঞ্জে ২ জন গ্রেফতার