1. tirtherkak24@gmail.com : tirtherkak :
হবিগঞ্জে ১৮৮০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ২
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

হবিগঞ্জে ১৮৮০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ২

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
হবিগঞ্জে ১৮৮০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ২
হবিগঞ্জে ১৮৮০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে ১৮৮০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ২। হবিগঞ্জ জেলার সদর থানার লস্করপুর ইউনিয়নের দক্ষিণ চর হামুয়া এলাকায় এই সফল অভিযান পরিচালনা করেন র‌্যাব-৯, সিলেট এর একটি চৌকস আভিযানিক দল।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের শুরু থেকেই মাদকদ্রব্য উদ্ধার, সন্ত্রাস দমন, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, হত্যা মামলার আসামি ও ছিনতাইকারী গ্রেফতারসহ নানা অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। একটি নিরাপদ ও বাসযোগ্য সমাজ গঠনে র‌্যাবের প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে ১১ জুলাই ২০২৫ তারিখ বিকেল ৩টা ৫০ মিনিটে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এবং সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি যৌথ দল সিলেটের শালুটিকর ব্রিজ সংলগ্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি ডাম্পার ট্রাককে থামার সংকেত দেওয়া হলে চালক তা উপেক্ষা করে দ্রুত গতিতে পালিয়ে যেতে থাকে।

র‌্যাব সদস্যরা হায়েস গাড়িযোগে ট্রাকটির পেছনে ধাওয়া করে। ট্রাকটি সিলেট-ঢাকা মহাসড়ক হয়ে ঢাকার দিকে রওনা হয়। ধাওয়া চলাকালে হবিগঞ্জের লস্করপুর রেলক্রসিং-এ সিগনাল পড়ায় ট্রাকটি সামনে থাকা হায়েস গাড়ির পেছনে সজোরে ধাক্কা মেরে ক্ষতিগ্রস্ত করে এবং পাশের সরু রাস্তায় ঢুকে পড়ে।

কিছু দূর যাওয়ার পর ট্রাকটি দক্ষিণ চর হামুয়া এলাকায় রাস্তার পাশে বাম দিকে কাত হয়ে পড়ে যায়। ওই সময় ট্রাক থেকে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদেরকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা ট্রাকের পেছনের বডিতে বালুর নিচে মদ লুকিয়ে রাখার কথা স্বীকার করে। পরে স্থানীয়দের উপস্থিতিতে বালুর নিচ থেকে মোট ১৮৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:১। মোঃ জীবন মিয়া (২৭), পিতা- মত শফিকুর রহমান, সাং- বারদী, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ এবং ২। মোঃ আরিফ ভূইয়া (৩০), পিতা- মৃত আবুল কাশেম, সাং- সুফিরকান্দি, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। র‌্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার কাশিনগরে মাদকসহ যুবক আটক

এই ক্যাটেগরির আরো সংবাদ
© ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত || তীর্থের কাক
Theme Customized By Durjoy Bangla