নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে লাশ ১১ টুকরো করার ঘটনায় অভিযুক্ত স্বামী মোঃ সুমনকে (৩৫) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন ফুলবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র্যাব-৭, চট্টগ্রামের যৌথ অভিযানিক দল।
র্যাব জানায়, ২০২৫ সালের ৯ জুলাই চট্টগ্রামের বায়েজিদ থানার রৌফাবাদ পাহাড়িকা হাউজিং সোসাইটির একটি ভাড়া বাসায় নিজ স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে এবং লাশ ১১ টুকরো করে ঘরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখে সুমন। ঘটনার দিন ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ও অস্বাভাবিক শব্দ শুনে সিকিউরিটি গার্ড মশিউর রহমান সন্দেহবশত ফ্ল্যাটে গেলে সুমন তাকে প্রবেশে বাধা দেয়। জোর করে প্রবেশ করে গার্ড রক্তমাখা কাপড়, রক্তের দাগ ও বাথরুমের কমোডে মাংস দেখতে পান। পরে বাইরে গিয়ে সহায়তা আনতে গেলে সুমন জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়।
খবর পেয়ে বায়েজিদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের বিভিন্ন স্থান থেকে ভিকটিমের দেহের অংশবিশেষ উদ্ধার করে। নিহতের বড় ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন রুবেল বাদী হয়ে বায়েজিদ থানায় একটি হত্যা মামলা (মামলা নং-২০, তারিখ ১০/০৭/২০২৫, ধারা ৩০২/২০১ পেনাল কোড ১৮৬০) দায়ের করেন। নৃশংস এই হত্যাকাণ্ড এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে এবং গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।
র্যাব-৯ এবং র্যাব-৭ এর যৌথ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ১১ জুলাই রাতে মোঃ সুমনকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী গ্রামের পিতা মোঃ সুন্দর আলীর ছেলে হিসেবে শনাক্ত করে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব জানায়, দেশে আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান থাকবে।
আরও পড়ুন: মাধবপুরে স্কুলছাত্রী সুমাইয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার