1. tirtherkak24@gmail.com : tirtherkak :
রোমাঞ্চকর জয়ে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

রোমাঞ্চকর জয়ে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
রোমাঞ্চকর জয়ে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়
রোমাঞ্চকর জয়ে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়

স্পোর্টস রিপোর্ট: মাত্র ১৩৩ রানের পুঁজি নিয়েও পাকিস্তানকে চেপে ধরেছিল বাংলাদেশ। শুরুতেই বোলিং দাপটে মাত্র ১৫ রানে পাঁচ উইকেট তুলে নেওয়ার পর এক সময় মনে হচ্ছিল, জয়টা শুধু সময়ের অপেক্ষা। তবে ফাহিম আশরাফের দুর্দান্ত ব্যাটিংয়ে রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত ৮ রানের রোমাঞ্চকর জয়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।

মঙ্গলবার (২২ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৩৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সেই রানকে পুঁজি করে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ১২৫ রানে থামিয়ে ৮ রানের জয় তুলে নেয় সাকিবরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গিয়ে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

ব্যাটিংয়ে ধস, ভরসা ছিলেন জাকের

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ছিল বাংলাদেশ দলের জন্য দুর্দান্ত হতাশার। ইনিংসের দ্বিতীয় ওভারে স্কুপ খেলতে গিয়ে মাত্র ৩ রান করে নাঈম শেখ ফিরে যান। এরপর একে একে ফিরেছেন লিটন দাস (৮), হৃদয় (০) ও ফর্মে থাকা পারভেজ হোসেন ইমন (১১)। পাওয়ার প্লে’র মধ্যেই স্কোরবোর্ডে ২৮ রানে ৪ উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় দল।

এই অবস্থায় পরিস্থিতি সামাল দেন শেখ মাহেদি ও জাকের আলী অনিক। পঞ্চম উইকেট জুটিতে দুজন মিলে ৪৯ বলে যোগ করেন ৫৩ রান। মাহেদি ২৫ বলে ২টি চার ও ২টি ছক্কায় ৩৩ রানের কার্যকর ইনিংস খেলেন।

তবে এক প্রান্ত আগলে শেষ পর্যন্ত লড়াই করেন জাকের। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৪৮ বলে ৫টি ছক্কা ও একটি চার মেরে করেন ৫৫ রান। তার এই ইনিংসেই বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৩৩।

পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন আহমেদ দানিয়েল ও সালমান মির্জা।

প্রথম ৫ উইকেট মাত্র ১৫ রানে!

মাত্র ১৩৩ রানের লক্ষ্য নিয়েও আক্রমণাত্মক শুরু করে বাংলাদেশ। প্রথম ওভারেই ফখর জামানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হন সিয়াম আইয়ুব। পরের ওভারে মোহাম্মদ হারিসকে দুর্দান্ত ইনসুইংয়ে ফেরান শরিফুল ইসলাম। এরপর শরিফুলই ফেরান ফখর জামানকে (৮), উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে।

পঞ্চম ওভারে বল হাতে নেন তানজিম হাসান সাকিব। এক ওভারেই পরপর দুই বলে উইকেটের পেছনে ক্যাচ বানান হাসান নাওয়াজ ও মোহাম্মদ নাওয়াজকে। মাত্র ১৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল পাকিস্তান।

ফাহিম আশরাফের জবাবি লড়াই

অধিনায়ক সালমান আলি আগা চেষ্টা করেছিলেন থিতু হতে, কিন্তু ২৩ বলে ৯ রানে মাহেদি হাসানকে ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে দেন। পাকিস্তানের তখন স্কোর ৩০/৬।

এরপর খুশদিল শাহকে নিয়ে ধীরে ধীরে রানের চাকা সচল করেন ফাহিম আশরাফ। যদিও খুশদিল ১৮ বলে ১৩ রান করে এলবিডব্লিউ হন মাহেদির বলে। এরপর আব্বাস আফ্রিদিকে সঙ্গে নিয়ে ফাহিম শুরু করেন পাল্টা আক্রমণ।

আব্বাস ১৩ বলে ১৯ রান করে আউট হলেও এই জুটিতে আসে ২৭ বলে ৪১ রান। এরপর আহমেদ দানিয়েলকে সঙ্গে নিয়ে শেষ চেষ্টা চালান ফাহিম।

১৯তম ওভারে রিশাদ হোসেনের বলে ৫১ রান করা ফাহিম (৪ চার, ৪ ছয়) বোল্ড হন। তবু থেমে থাকেনি পাকিস্তান।

নাটকীয় শেষ ওভার, জয় বাংলাদেশের

শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১৩ রান। মোস্তাফিজুর রহমানের প্রথম বলেই চার হাঁকিয়ে উত্তেজনা বাড়িয়ে দেন দানিয়েল। তবে পরের বলেই ছক্কা মারতে গিয়ে সীমানায় ধরা পড়েন। পাকিস্তানের ইনিংস থামে ১৯.২ ওভারে ১২৫ রানে।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার শরিফুল ইসলাম – ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট। শেখ মাহেদি (২৫ রান) ও তানজিম হাসান সাকিব (২৩ রান) নেন দুটি করে উইকেট।

সিরিজ বাংলাদেশের

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি হবে ২৪ জুলাই। সেখানে এখন বাংলাদেশের লক্ষ্য হবে হোয়াইটওয়াশ নিশ্চিত করা।

আরও পড়ুন: দূর্দান্ত জয়ে লঙ্কা বধ করে সিরিজ জয় বাংলাদেশের

এই ক্যাটেগরির আরো সংবাদ
© ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত || তীর্থের কাক
Theme Customized By Durjoy Bangla