নিজস্ব প্রতিবেদক: মাধবপৃরে ৫০ কেজি গাঁজাসহ ১ জন পেশাদার মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় র্যাব-৯, সিলেটের একটি বিশেষ আভিযানিক দল।
র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জুলাই ২০২৫ তারিখ ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ রফিক মিয়া (২৪), পিতা—মৃত কাশেম আলী, গ্রাম—মির্জাপুর (বৌলাছড়া), থানা—শ্রীমঙ্গল, জেলা—মৌলভীবাজার।
আটককৃত রফিক মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে এবং জব্দকৃত গাঁজা মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য উদ্ধার, সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, হত্যা মামলার আসামি গ্রেফতারসহ বিভিন্ন অপরাধ দমনে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। র্যাব-৯ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রেখেছে। জনসাধারণের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য সমাজ গঠনে র্যাব সদা প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ।