নিজস্ব প্রতিবেদক:দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে বলাৎকার এর ঘটনায় সিলেট জেলার কানাইঘাট থানাধীন বীরদল এলাকা থেকে অভিযুক্ত মোঃ জাকারিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৯। অভিযুক্ত জাকারিয়া মৃত মুহিবুর রহমানের ছেলে এবং সিলেট জেলার কানাইঘাট থানার বীরদল (পুরানফৌদ) গ্রামের বাসিন্দা।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের একটি এলিট ফোর্স হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন ভয়াবহ ও জঘন্য অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক উদ্ধার, হত্যা মামলার আসামী গ্রেফতার, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন, জঙ্গি নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং ছিনতাই প্রতিরোধে র্যাবের সক্রিয় ভূমিকা ইতোমধ্যে জনমানসে ব্যাপক প্রশংসিত হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি একটি নিরাপদ ও বাসযোগ্য সমাজ গঠনে র্যাব সদা সচেষ্ট।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুলাই ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১৩:৫৫ ঘটিকায় র্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি বিশেষ আভিযানিক দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন ৭নং নুরপুর ইউনিয়নের সুতাং এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সিলেট জেলার কানাইঘাট থানার মামলা নম্বর-০৫, তারিখ ০৯/০৭/২০২৫, ধারা ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২৫) অনুযায়ী দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে বলাৎকার এর অভিযোগে অভিযুক্ত জাকারিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একইসাথে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।