নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর রেলগেট এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাব সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব দেশের বিভিন্ন অঞ্চলে মাদকদ্রব্য উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসবাদ, চাঁদাবাজি, জঙ্গি তৎপরতা, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইসহ নানাবিধ জঘন্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের মানুষের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে র্যাব সদস্যরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ২৫ জুন ২০২৫ তারিখ রাতে আনুমানিক ২১:৫০ ঘটিকায় শায়েস্তাগঞ্জ থানাধীন ৭নং নুরপুর ইউনিয়নের অলিপুর রেলগেট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাকা রাস্তায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:
১। মোঃ আপেল (৩৭), পিতা-মৃত আব্দুল হামিদ, গ্রাম-বিশ্বনাথপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ২। মোঃ নজরুল ইসলাম (৪৫), পিতা-মৃত মোসা শেখ, গ্রাম-হাজিপুর, থানা-গোপালপুর, জেলা-টাঙ্গাইলর এবং ৩। মুক্তার আলী (৩৪), পিতা-মৃত আব্দুল ওয়াহিদ, গ্রাম-বেলকরিয়া, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত আলামতসহ তাদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে র্যাব জানিয়েছে।
আরও পড়ুন: সিলেটে র্যাবের অভিযানে ১০৩৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১