1. tirtherkak24@gmail.com : tirtherkak :
সিলেটে র‌্যাবের অভিযানে ১০৩৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন

সিলেটে র‌্যাবের অভিযানে ১০৩৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
সিলেটে র‌্যাবের অভিযানে ১০৩৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১
সিলেটে র‌্যাবের অভিযানে ১০৩৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার আমেরতল গ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর একটি অভিযানে ১০৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, ২৫ জুন ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিএসসি, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানীগঞ্জ থানাধীন ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আমেরতল গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে র‌্যাব সদস্যরা পলাতক মাদক কারবারি মোঃ রমজান মিয়ার বসতঘরে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে একজনকে আটক করা সম্ভব হয়, আর বাকি দুইজন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আবু মিয়া (৪৭), পিতা মৃত সাদ আলী, স্থায়ী ঠিকানা: বাটিদল গ্রাম, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ। বর্তমানে তিনি নতুন জীবনপুর (গাছঘর), থানা-কোম্পানীগঞ্জ, জেলা- সিলেটে বসবাস করছেন।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে গ্রেফতারকৃত ব্যক্তির দেওয়া তথ্য ও তার দেখানো স্থানে তল্লাশি চালিয়ে পলাতক রমজান মিয়ার বসতঘরের খাটের নিচে লুকিয়ে রাখা ৪টি প্লাস্টিকের বস্তা থেকে মোট ১০৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি এবং পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামি ও জব্দকৃত আলামত কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে, যাতে সমাজ থেকে মাদক সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হয়।

আরও পড়ুন: ভৈরবে ১০৭.৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

এই ক্যাটেগরির আরো সংবাদ
© ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত || তীর্থের কাক
Theme Customized By Durjoy Bangla