নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন কাশিনগর এলাকা থেকে ১৯৮ বোতল মাদকসহ যুবক র্যাবের হাতে আটক।
র্যাব সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠার শুরু থেকেই র্যাব এলিট ফোর্স হিসেবে দেশের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ—বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসবাদ, চাঁদাবাজি, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া সহিংসতা প্রতিরোধ এবং জনগণের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য সমাজ গঠনে র্যাব সদস্যরা নিরলসভাবে কাজ করে চলেছেন।
এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি আভিযানিক দল ২৭ জুন ২০২৫ তারিখ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার অন্তর্গত সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ১৯৮ বোতল ইসকফ সিরাপসহ একজন মাদককারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ জুম্মন মিয়া (২০), পিতা-মৃত ইদ্রিস মিয়া, সাং-কাশিনগর পূর্বপাড়া (নুরুর বাড়ি), সিংগারবিল ইউপি, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে জব্দকৃত আলামতসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানায়, মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন: সিলেটে র্যাবের অভিযানে ১০৩৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১