নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলার ভৈরবে ১০৭.৫০ কেজি গাঁজা এর মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ লোকমান হোসেন (৪৩) কে গ্রেফতার করেছে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্প (সিপিসি-২)।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ এর সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২১ জুন ২০২৫ তারিখে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ঘোড়াকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে ১০৭.৫০ কেজি গাঁজাসহ ভৈরব থানার মামলা নং-১৫, তারিখ-১২/০২/২০২৫, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ অনুযায়ী এজাহারনামীয় পলাতক আসামি মোঃ লোকমান হোসেন (৪৩), পিতা-মোঃ ইসমাইল মিয়া, সাং-ঘোড়াকান্দা, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণপূর্বক বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত-২, কিশোরগঞ্জে সোপর্দ করা হবে।
র্যাব শুরু থেকেই মাদকদ্রব্যসহ বিভিন্ন জঘন্য অপরাধ দমনে অঙ্গীকারবদ্ধ থেকে দেশের মানুষের জন্য শান্তি, নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন:মাধবপুরে স্কুলছাত্রী সুমাইয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার