নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন নারায়নপুর এলাকা থেকে ৫৭ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯। আজ (২০ জুন ২০২৫) ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার নোয়াপাড়া ইউনিয়নের নারায়নপুর এলাকার টঙ্গীর মোড়ে এ অভিযান পরিচালনা করে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জনসাধারণের জন্য একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য সমাজ বিনির্মাণে র্যাবের প্রতিটি সদস্য দায়িত্বশীলতা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।
অভিযানকালে র্যাব সদস্যরা অভিনব কায়দায় স্বচ্ছ পলিথিনে থান কাপড়ে মোড়ানো ১ কেজি ওজনের ৫৭টি প্যাকেটে মোট ৫৭ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় গ্রেফতার করা হয় মির্জাপুর গ্রামের বাসিন্দা মনির (৪৭), পিতা- মোঃ জহুর উদ্দিন এবং সাইদুর রহমান (৩৬), পিতা- মোঃ আব্দুল মজিদকে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, সিলেটের গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: নবীগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণ: ঘাতক হেলপার গ্রেফতার