নিজস্ব প্রতিবেদক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দিঘলী বেরাজপুর এলাকার সোনাফর আলী হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে সিলেট মহানগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব-৯ মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাস দমন, চাঁদাবাজি, জঙ্গি ও অপরাধী দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থেকে কাজ করে যাচ্ছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপদ বসবাস নিশ্চিত করতে এই বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
মামলার সূত্রে জানা যায়, ১২ মে ২০২৫ তারিখ সন্ধ্যা ৭টার দিকে সুনামগঞ্জ জেলার ছাতকের দিঘলী বেরাজপুর এলাকায় বৈদ্যুতিক সংযোগ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে ভিকটিম পক্ষের কথা কাটাকাটি ও উত্তেজনা দেখা দেয়। স্থানীয় মুরুব্বিরা বিষয়টি মীমাংসার চেষ্টাকালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা চরমে পৌঁছালে আসামিরা ভিকটিম সোনাফর আলীকে কাঠের বর্গা ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এতে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পরবর্তীতে তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোনাফর আলীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর- ২২/১৪৪, তারিখ- ১৪/০৫/২০২৫, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড)।
ঘটনার পর র্যাব-৯ এর একটি দল মামলার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন তথ্যের ভিত্তিতে ১৬ মে ২০২৫ তারিখ বিকেল ৫:৫০ মিনিটে র্যাব-৯, সদর কোম্পানির একটি দল সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন তেমুখী পয়েন্টে অভিযান চালিয়ে এক আসামিকে এবং পরে একই দিন সন্ধ্যা ৬:৩০ মিনিটে টুকেরবাজার শাহী ঈদগাহ এলাকা থেকে আরেক আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—১। জাকির হোসেন (২৫), পিতা:ছইফ উদ্দিন এবং ২। তাজ উদ্দিন (৩৫), পিতা:ময়না মিয়া
দুজনই সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দিঘলী বেরাজপুর গ্রামের বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।
র্যাব-৯ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন:গোয়াইনঘাটে ১৯০ বোতল’সহ ০২ জন আটক