স্পোর্টস রিপোর্ট: বিশ্বকাপ ২০২৬-এর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মার্টিনেজের গোলে পেরুকে ১-০ গোলে পরাজিত করে নিজেদের শীর্ষস্থান আরও সুসংহত করেছে। এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা তাদের অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে। দলের হয়ে একমাত্র গোলটি করেন মার্টিনেস, যা দলের জয় নিশ্চিত করে।
খেলার শুরু থেকেই পেরুকে চাপের মধ্যে রাখেন বেশকিছু সুযোগ পেলেও সেটিকে গোলে রুপান্তর করতে ব্যর্থ হয় মেসি বাহিনী। যার ফলে প্রথমার্ধে গোল শুন্য ড্র নিয়ে দুই দল বিরতিতে যায়। বিরতি থেকে এসে আক্রমণের দাড় আরও বাড়িয়ে দেয় আর্জেন্টিনা। যার ফলস্বরূপ খেলার ৫৪ মিনিটে মেসির বাড়ানো বল থেকে দূর্দান্ত এক শর্টে জালের দেখা পায় উড়ন্ত ফর্মে থাকা লাওতারো মার্টিনেজ। শেষের দিকে বেশকিছু সুযোগ পেলেও কোন দল গোল করতে না পারাই ১-০ মার্টিনেজের গোলে ১-০ এর জয় নিয়ে মাঠ ছাড়তে হয় স্কালোনির শীর্ষদের।
লিওনেল মেসি ছাড়াও আর্জেন্টিনার দল নিজেদের দৃঢ়তা ও একাত্মতার পরিচয় দিচ্ছে, যা তাদের বিশ্বকাপের মূলপর্বে সরাসরি জায়গা করে নেওয়ার পথে এগিয়ে রাখছে। কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনা ধারাবাহিকভাবে নিজেদের আধিপত্য ধরে রাখছে।৷
আরও পড়ুন:সুনামগঞ্জে গলা কেঁটে সিএনজি চালক হত্যা; ০৩ জন গ্রেফতার