বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা চালানোর অভিযোগে ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) রাতে চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ তাদের আটক করে। তবে এখনও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি জানান, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে এই হামলার শিকার হন তারা। তিনি অভিযোগ করেন, তাদের হত্যার উদ্দেশ্যে ট্রাকচাপা দেওয়া হয়। সৌভাগ্যক্রমে, হামলার সময় হাসনাত ও সারজিস গাড়ি থেকে নেমে যাওয়ায় তারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।
রাফি আরও জানান, অভিযুক্ত ট্রাকচালক অসংলগ্ন কথাবার্তা বলছিলেন, এবং ট্রাকটির মালিকের বিরুদ্ধে আগেও অভিযোগ রয়েছে। তিনি দাবি করেন, মালিক স্বৈরাচারী শাসনের সঙ্গে জড়িত।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। লোহাগাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলিম বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, আইনগত প্রক্রিয়া চলছে।