সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযানে ৩৭৫৫০ পিস ইয়াবাসহ ০২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিলেট।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল ২৮ নভেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক ১৫.২৫ ঘটিকায় সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন চৌমুহনী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৭৫৫০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-৯, সিলেট এর মিডিয়া অফিসার মশিউর রহমান সোহেল জানান গ্রেফতারকৃত মাদক কারবারিরা অভিনব কায়দায় ইয়াবার এই বড় চালান নিয়ে যাচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন মোঃ বুলবুল আহমেদ (৫০) ও শোভা আক্তার (২২)। তারা দুজনেই মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন বুঝবন এলাকার বাসিন্দা।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।